কচুয়া প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মো. আমির হোসেন বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কালু মিয়া আর বেচেঁ নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেশার জনিত কারণে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে ৩ মেয়ে, নাতী-নাতনী সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ৯ টায় নাহারা উত্তর পাড়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসাইন মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, সাবেক সভাপতি আবুল হোসেন, রাকিবুল হাসান, মানিক ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েমসহ সাংবাদিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় মরহুম কালু মিয়া মজুমদারের জান্নাতময় জীবন কামনা করেন কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।