চাঁদপুরের শাহরাস্তিতে ভাড়াটিয়ার বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষে বাড়ির মালিক সোমবার (৪ ডিসেম্বর/২৩) রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বুধবার (২৯ নভেম্বর/২৩) তারিখ সন্ধ্যায় পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজির কামতা পাটোয়ারী বাড়ির মুন্সী ভিলাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, ওই বাড়ির মোঃ তাজ উদ্দিনের বসত বাড়িতে গ্লোভ ফার্মাসিউটিক্যালসের বিক্রয় কর্মী মনির হোসেন ভাড়াটিয়া হিসেবে অবস্থান করেন।
ঘটনার দিন সন্ধ্যায় ওই গ্রামের মোঃ সফিউল্লাহ’র পুত্র মোঃ মানিক পাটোয়ারী (৩৫), মৃত আঃ রহিমের পুত্র নাহিদ পাটোয়ারী (২৫), নিজমেহার মজুমদার বাড়ির তাজুল ইসলাম মজুমদারের পুত্র রোমান মজুমদার (৩০), ফজলুল হকের পুত্র সিএনজি চালক মোঃ রফিকুল ইসলাম (৩২) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন লোক মনিরের ঘরে প্রবেশ করে। ওই সময় তারা মনির সহ তার পরিবারের লোকজনকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ঔষধ লুটে নেয়। এছাড়া ঘরের আসবাবপত্র ভাংচুর করে। মনিরের পরিবারের লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে কাউকে কিছু না বললে ও আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি ধমকি প্রদান করে।
ভাড়াটিয়া মনির হোসেন বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আমি আমার ভাড়া বাসায় ফিরি। ঘন্টা খানিক পর বাহির থেকে কেউ ডাকছে শুনে দরজা খুলি। এসময় ৮/১০ জনের একটি দল আমার ধাক্কা দিয়ে বাসায় ঢুকে পড়ে। আমি কিছু জানার চেষ্টা করলে তারা আমাকে এলোপাথাড়ি মারধর করতে শুরু করে। তারা আমার বাসার দরজা বন্ধ করে আমার বোনের গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, লকার ভেঙ্গে প্রায় নগদ ৩৫ হাজার টাকা, আমার বাসায় থাকা কোম্পানির মূল্যাবান বিভিন্ন ধরনের ঔষধ নিয়ে চলে যায়। এঘটনা কাউকে না বলার জন্য তারা যাওয়ার সময় আমাকে হুমকি-ধমকি দিয়ে যায়। এমন নেক্কারজনক ঘটনার জন্য তিনি সঠিক বিচার প্রার্থনা করেন।
এলাকাবাসীরা জানান, অনুমান ৮/১০ জন মাদকসেবী ও সন্ত্রাসী সন্ধ্যায় বাড়ির ভাড়াটিয়া মনিরকে জিম্মি করে ভয় ভীতি দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও ঔষধসহ কিছু মালামাল লুট করে পুরো বাড়িটি লন্ডভন্ড করে দিয়েছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।