শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন-SMF কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
৬ ডিসেম্বর, ২০২৩ বুধবার বিকেলে শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে শাহরাস্তি প্রেসক্লাব কার্যালয়ে কৃতি শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বুকলেটে পরীক্ষা গ্রহণের পর উত্তরপত্র যথাযথ মূল্যায়ন, পুন:মূল্যায়ন ও নিরীক্ষণ শেষে নির্বাহী পরিচালক ও সদস্য সচিব এর কাছে ফলাফল হস্তান্তর করেন সংগঠনের পরিচালকবৃন্দ যথাক্রমে মোঃ মোতাহের হোসেন, মোঃ আলাউদ্দিন, মোঃ আবদুর রহিম, হারুন-অর-রশিদ শেখ, জয় লাল দে, শাহ এমরান ও মোহাম্মদ হোসাইন। নির্দিষ্ট সময়ে যথাযথ প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে ফলাফল প্রদান করতে পেরে সংগঠনের নির্বাহী কমিটি সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে সংগঠনের সদস্য সচিব বিজয় লাল দে বৃত্তি প্রাপ্ত ও অংশগ্রহণকারী সবাইকে সাধুবাদ জানিয়েছেন। সংগঠনের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ মোতাহের হোসেন ও মোঃ কামাল হোসেন জানান মেধার ভিত্তিতে সর্বোচ্চ নম্বরধারী পরীক্ষার্থীদেরকে বৃত্তির আওতায় আনা হয়েছে।
মোট ২২১জন কৃতি শিক্ষার্থী বৃত্তি পেয়েছি।
এতে গোল্ডেন ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ২০ জন, ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ৫২ জন, ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১৪৯ জন।
উক্ত ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোঃ মইনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মো জামাল হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।