দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি ও তার বন্ধু মহলের আয়োজনে মিলাদ, দোয়া ও অসহায় গরিবদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
৮ই ডিসেম্বর বাদ জুম্মা শহরের চিশতিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া শেষে প্রায় দুই শতাধিক অসহায় ও গরিবদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন এই ছাত্রলীগনেতা আরাফাত সানি ও তার বন্ধ মহল।
পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি এক সাক্ষাৎকারে বলেন ৮ই ডিসেম্বর আমাদের চাঁদপুর-৩ আসনের উন্নয়নের রূপকার, আমাদের অভিভাবক, টানা তিন বারের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাক্তার দীপু মনি’র জন্মদিন। আমাদের অভিভাবক দীপু আপার সুস্থতা, দীর্ঘায়ু কামনা ও দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনে চতুর্থবারের মতো বিজয়ের লক্ষ্যে আমি ও আমার বন্ধু মহল মিলাদ, দোয়ার ও খাবার বিতরণের আয়োজন করি। চাঁদপুর বাসীর উন্নয়ন সহ দেশের উন্নয়নের জন্য, দীপু আপার বিকল্প নেই। আমার বিশ্বাস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দীপু আপার নৌকা প্রতীকে ভোট দিয়ে জনগণ তাকে পুনরায় বিজয়ী করবে। কারন দীপু আপার নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়- প্রতিবেশী দেশসমূহের সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি কমনওয়েলথ মিনিস্ট্রেরিয়াল অ্যাকশন গ্রুপের প্রথম নারী এবং দক্ষিণ এশীয় চেয়ারপার্সন নির্বাচিত হন। এছাড়া তাঁর নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র জয় করে। এতে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারতের সাথে প্রায় চার দশকের সমুদ্র সীমা সংক্রান্ত অমীমাংসিত বিষয়টি আন্তর্জাতিক আইনের আওতায় চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়।
শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বগ্রহণের পর নানা সাফল্য দেখিয়ে আসছেন তিনি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ , কোচিং বাণিজ্যের দৌরাত্ম বন্ধ ও যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য যে ১৯৬৫ সালের ৮ই ডিসেম্বর দেশের প্রথম নারী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর সদর উপজেলা ৫নং রামপুর ইউনিয়নের জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচিত সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদের কন্যা।তার স্বামী বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ও একটি আন্তর্জাতিক ল’ফার্মের প্রধান তৌফীক নাওয়াজ। এ দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে- তওকীর রাশাদ নাওয়াজ ও তানি দীপাবলি নাওয়াজ।