উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরাধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাসির উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান ভুঁইয়া, থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রোকন উদ্দিন, স্যানেটারি ইন্সপেক্টর মোঃ ফায়দুল্যাহ মিঞা, স্বাস্থ্য পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবুল বাশার প্রমুখ।
এতে বক্তারা জানান, ভিটামিন ‘এ’ মানুষের শরীরে তৈরি হয় না। এই ভিটামিনের অভাব পূরণ করতে হলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ বিভিন্ন খাদ্য গ্রহণ করতে হয়। তাই কি কি খাদ্যে ভিটামিন ‘এ’ পাওয়া যায় উপস্থিতদের সামনে সেসব খাবারের পরিচয় তুলে ধরা হয়। তাছাড়া ১২ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের বিষয়ে উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রচার প্রচারনা চালানোর অনুরোধ জানানো হয়।
এডভোকেসি ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, মেডিকেল অফিসারগন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, নার্স, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় উপজেলার মোট ৩৩ হাজার ৯ শ’ ৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭শ’ জনকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ২ শ’ ৭৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ৩০ টি ওয়ার্ডে ২শ’ ৪১ টি কেন্দ্রের মাধ্যমে এসব ক্যাপসূল খাওয়ানোর জন্য ইপিআই স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।