‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার’ প্রতিপাদ্যে মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, সিভিল সার্জন জনাব ডা: মোহাম্মদ সাহাদাৎ হোসেন, নৌ-পুলিশের পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুজ্জামান সহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ.এস. এম. মোসা।
মানবাধিকার সুরক্ষা ও সমুন্নতকরণ একটি চলমান প্রক্রিয়া। পারস্পরিক সহযোগিতার মনোভাবই কেবল পারে বিশ্বের সকল মানুষের মানবাধিকার নিশ্চিত করতে।