চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে সভা করে নবনির্বাচিত সভাপতিসহ অভিভাবক সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসাবে সাদ্দাম হোসেন পাটওয়ারী, অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান, রেজাউল করিম বাবলু, আবদুল আলীম, অহিদুজ্জামান খোকা, সংরক্ষিত মহিলা ও অভিভাবক সদস্য মাফিয়ার বেগম,
নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সাদ্দাম হোসেন পাটওয়ারী দায়িত্ব গ্রহন শেষে বলেন আমি এ বিদ্যালয়ের ছাত্র, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সব সময় কাজ করার চেষ্টা করবো, এখন ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি কার্যক্রম চলছে, নবনির্বাচিত সকলের দায়িত্ব হচ্ছে, যার যার এলাকা থেকে নতুন নতুন ছাত্র ছাত্রী ভর্তি করাই আমাদের নবনির্বাচিত সকলের দায়িত্ব।
তিনি বলেন বিদ্যালয়ের উন্নয়ন কাজে এবং শিক্ষার মান উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো।আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অভিভাবক সদস্যরা যারা আমাকে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছে।
এ সময় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।