চাঁদপুর জেলার হাইমচর উপজেলার যুব উন্নয়ন অফিস কর্তৃক সম্বন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং ব্যায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনের প্রশিক্ষনের উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
গতকাল ১১ নভেম্বর ( সোমবার) হাইমচর উপজেলা যুব উন্নয়ন অফিস আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজহারউদ্দীন চৌধুরীর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, জেলা পরিষদ সদস্য মোঃ খুরশিদ আলম শিকদার,হাইমচর সরকারি মহাবিদ্যালয় প্রাক্তন শিক্ষক মোঃ মোখলেছুর রহমান মকুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আরফিন প্রমূখ।