বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার বিকল্প দেখছে না জনগণ। বিশ্বাঙ্গনে বাংলাদেশে দৃঢ়চেতা নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে শেখ হাসিনাই সকল শ্রেণি-পেশার মানুষের প্রথম পছন্দ। শেখ হাসিনা আছে বলেই এই সবুজ বাংলাদেশে মানুষ এখন স্বপ্ন দেখতে শুরু করেছে। নতুন প্রজন্ম অন্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে। অতি নিকটে তাদের জন্য অপেক্ষা করছে আরও উন্নত জীবন এটা নতুন প্রজন্মসহ জনগণ বুঝতে পেরেছে। যে জাতি স্বপ্ন দেখে সে জাতির উন্নতি অনিবার্য। দেশকে এগিয়ে নিতে হলে নৌকার কোন বিকল্প নেই। এবারও দেশের মানুষ নৌকায় ভোট দিতে মুখিয়ে আছেন ।’
তিনি মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ এখন কর্মমূখী। তাই তাদের বর্তমান বাস্তবতায় হরতাল- অবরোধমূখী করা অসম্ভব। তাই বিএনপি-জামায়াত জোট ও তাদের দোসরদের হরতাল-অবরোধকে তারা ঘৃনাভরে প্রত্যাখান করেছে। দেশ গঠনে এ দেশের আপমর জনগণ আর সময় নষ্ট করতে চায় না। বৈষম্যহীন সমাজ গঠনে দেশের প্রান্তিক মানুষ আজ শেখ হাসিনার নেতৃত্বে সোচ্চার
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন গাজী, দেলোয়ার হোসেন দানেশ, উপকমিটির সাবেক সদস্য আহসান উল্ল্যাহ হাসান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধে শ্যাম সাহ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি নিয়ামুল হোসেন লাভলু, সাবেক ছাত্রলীগ নেতা এইচএম নোমান দেওয়ান, যুবলীগ নেতা খোরশেদ আলম প্রমুখ।