সভাপতি খোকন, সম্পাদক সাইফুল, সাংগঠনিক মুকুল
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৫ সনের কার্যকরী কমিটি গঠন কল্পে ১৩ ডিসেম্বর বিকেলে প্রেসক্লাব হল রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল।সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক এম এম সাইফুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ সনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি: একেএম গোলাম নবী খোকন (দৈনিক বিজনেস বাংলাদেশ, দৈনিক আওয়ার বাংলাদেশ ও দৈনিক চাঁদপুর দিগন্ত), সহ-সভাপতি:কবি ও গীতিকার মাহফুজুর রহমান সৌরভ(দৈনিক আলোকিত চাঁদপুর), ফয়জুন্নুর আখন রাসেল (নূরানী রেডিও, দৈনিক প্রতিদিনের সংবাদ), দেওয়ান সালাউদ্দিন,আব্দুল বারী দৈনিক বাংলাদেশের আলো (দৈনিক আলোকিত চাঁদপুর, ইমতিয়াজ আল আমিন (দৈনিক স্বাধীন বাংলাদেশ),
সাধারণ সম্পাদক: এমএম সাইফুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ),যুগ্ম সম্পাদক: নাজমুল প্রধান (দৈনিক যায়যায় দিন), সাংগঠনিক সম্পাদক: ওয়াছ কুরুনী খান মুকুল (দৈনিক যায়যায় কাল), অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান দুলাল (বিশ্ব বিদ্যালয় পরিক্রমা), দফতর সম্পাদক: এসএম শাহাদাত (জনপদ সংবাদ) প্রচার সম্পাদক: নওফেল হাসান মায়াবি’জ (দৈনিক চাঁদপুর দিগন্ত),ক্রীড়া সম্পাদক: সোহেল রানা (চাঁদপুর টিভি),
কার্যকরী সদস্য:
আব্দুল লতিফ মিয়াজী( দৈনিক চাঁদপুর সংবাদ) ফরিদ উদ্দিন সিদ্দিকী ( দৈনিক সংবাদ সারাবেলা) কামাল উদ্দিন চৌধুরী (দৈনিক নব চেতনা) শেখ ওমর ফারুক (দৈনিক নয়া দিগন্ত) সালেহ আকরাম( আলোকিত চাঁদপুর) ইমরান মাসুদ (দৈনিক বিজনেস বাংলাদেশ) প্রভাষক আল আমিন পারভেজ (banglanews24.tv), আশিক কবির (দৈনিক আওয়ার বাংলাদেশ), ( দৈনিক চাঁদপুর জমিন)সাইফুল ইসলাম,(জনপদ সংবাদ) নাজমুল হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর), মোবাশ্বের হোসেন ( দৈনিক অপরাধ জগত)।