অদ্য ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখ চাঁদপুর সিএসডি সংশ্লিষ্ট শ্রমিক, ড্রাইভার ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক কামরুল হাসান। উক্ত মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মো: শাহ জামাল, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. হেদায়েত উল্যাহ সহ সংশ্লিষ্ট অংশীজন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। এমন একটি জনসেবামূলক কার্যক্রমে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।