আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডঃ শামছুল হক ভূঁইয়ার সমর্থনে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর বুধবার বিকেলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাঁসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সাবেক মেম্বার টেলু পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, উপজেলা যুবলীগ নেতা মাকছুদুল বাশার বাঁধন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া ভাসানী, সাবেক যুবলীগ নেতা আলমগীর হোসেন বাবলা, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান, আ’লীগ নেতা নাছির উদ্দিন, স্বপ্নন ভূঁইয়া, ইউনিয়নের যুবলীগের সভাপতি আশিকুর রহমান আশু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন।
এসময় উপজেলা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা রসু মিয়া, ছাত্রলীগ নেতা মাহবুবুল হাসান সম্রাট, চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সাখাওয়াত, উপজেলা হকার্স লীগের সভাপতি সুমনসহ বিভিন্ন পর্যায়ের ইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।