মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একি মিত্র চাকমা। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর প্রেসক্লাবের সহ সভাপতি জহিরুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, অর্থ সম্পাদক কামরুল হাসান রাব্বী, সদস্য তাইজুল ইসলাম, রাজন’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্র্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এসময় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক’সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। মতলব উত্তর উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি মতলব উত্তর উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ব্র্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর এর ইউএনও হিসাবে কর্মরত ছিলেন। বাঞ্চারামপুরে তিনি ২০২২ সালের ২১ এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন। একি মিত্র চাকমা বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের একজন সদস্য। তাঁর নিজের বাড়ি রাঙ্গামাটি জেলায়।