মহান বিজয়ের মাসে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় রিক্সা শ্রমিকসহ বিভিন্ন দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৬ ডিসেম্বর শনিবার সকালে চাঁদপুর সদর ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রাবাজার মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে সংগঠনের নিজ কার্যালয়ের সামনে রিক্সা শ্রমিক, আগন্ত পতীক, বিবস্ত্র পথচারী সহ দুই শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শাহজালাল পাটোয়ারী সভাপতিত্বে ও জিয়াউল হক মিলন পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নং চন্দ্রা ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রাবাজার নূরীয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ সালাউদ্দিন চাঁদপুরী, সেলিম পাটোয়ারী,শরীফ জমাদার,নূরে আলম জমাদার প্রমুখ।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ইমাম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন গাজী, ফরহাদ হোসেন গাজী ও মকবুল হোসেন।
সংগঠনের স্থায়ী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রাকিব হোসেন বাবু পাটোয়ারী, মজিবুর রহমান পাটোয়ারী, শামীম আহমদ, জসিম খান, নুরে আলম পাটোয়ারী, আব্দুস সালাম আখন্দ, সাইফুল ইসলাম জমাদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ কালে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউল হক মিলন পাটোয়ারী বলেন সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অর্থ সময় পর্যন্ত দুস্থ ও অসহায় মানুষের জন্যই আমাদের সকল সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ করে সাংগঠনের যে সকল সদস্য প্রবাসে থেকে সংগঠনকে অধ্যয়ন করে যাচ্ছেন তাদের জন্য সব সময় মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া থাকবে।
এভাবে যেন প্রতিটি বিত্তবান ব্যক্তিরা সমাজের হতদরিদ্র ও অসহায়দের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এটাই আমাদের দাবি।