চাঁদপুরের শাহরাস্তিতে ৮ পিস ইয়াবাসহ মোঃ মফিজ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খাইরুল আলম, উপপরিদর্শক (এসআই) মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্স সোমবার রাতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন। ওই সময় পৌরসভার নিজমেহার এলাকার নিউ আমানিয়া হোটেলের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে মফিজকে আটক করা হয়। ওই সময় তার হেফাজতে থাকা ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃত মফিজ পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিজমেহার সর্দার বাড়ির চাঁন মিয়ার পুত্র। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়, যার নং-০৬, তারিখ- ১৮/১২/২০২৩ইং।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করিয়া যুব সামাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে বলিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।