দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কায় প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার উপজেলার ছোটহলদিয়া মাঠে নৌকা মার্কায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ছোটহলদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ¦ গাজী মুক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্য গাজী মুক্তার বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিতে হবে।
আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের চলোমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আপনাদের মূল্যবান ভোট নৌকা মার্কায় দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সহযোগিতা করুন।
তিনি আরো বলেন, বিশ্বের উন্নত দেশগুলো আমাদের উন্নয়নের চিত্র দেখে অবাক হয়। তারা আমাদের প্রশ্ন করে কিভাবে এত দ্রুত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার একক চিন্তার ফসল।
ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ।
আরো বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মনির হোসেন, রুহুল আমিন সরকার, আলী আকবর বেপারী, মাহবুব আলম মিস্টার, সেয়ানা সরকার, রাব্বী সরকার প্রমুখ।