সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের উদ্যোগে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় গতকাল ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় চিত্রলেখাস্থ অ্যাপোলো মজিদ টাওয়ারের ৩য় তলায় সনাক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে বক্তারা সনাক-টিআইবির কার্যক্রম বাস্তবায়নের ফলে তাদের প্রতিষ্ঠানে যেসব পরিবর্তন হয়েছে তা বর্ণনা করেন। একই সাথে তারা নিজেদের ব্যক্তিজীবনে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে পেশাজীবী সংগঠনগুলোর ভূমিকা ও সনাক-টিআইবি’র লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কিত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত। তিনি বলেন, বিবেক জাগ্রত করার মাধ্যমে মানুষ তার ভালো গুণগুলো ফুটিয়ে তুলতে পারেন। দুর্নীতি প্রতিরোধে নিজের অধিকার তথা ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে। তিনি বলেন, টিআইবি জার্মানভিত্তিক একটি আন্তর্জাতিক সংগঠন। পৃথিবীর সব দেশে এর কার্যক্রম নেই। বাংলাদেশ এর চ্যাপ্টারের নাম ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে। ২০০৫ সালে চাঁদপুরে টিআইবির কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, টিআইবি কাউকে খবরদারি করে না। টিআইবি মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে। টিআইবি যেসব প্রতিষ্ঠানে কাজ করেছে সেসব প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি প্রভাষক জেসমিন আক্তার। সভায় পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনেস্ট করাপশন : টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি (প্যাকটা) প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ নূরুল হুদা, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ মফিজ উদ্দিন হাওলাদার, জেলা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি সুভাষ সাহা, জেলা কান্ট্রি ফিসিং বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম মল্লিক, জেলা বীমা অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোঃ মাকসুদুর রহমান, জেলা আইনজীবী সমিতির পক্ষে অ্যাডঃ ভাস্কর দাস, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ওমর ফারুক, জেলা নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইউসুফ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা কামাল বাবুল, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, বাংলাদেশ ফার্মাসিউটিকেলস ম্যানেজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিটন সিংহ চৌধুরী, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম ভূঁইয়া, দলিল লিখক সমিতির সভাপতি মোঃ শাহজাহান মিয়া। বক্তারা বলেন, নিজের দায়িত্ব অবহেলা করাই দুর্নীতি। অনেক সময় বিভিন্ন পর্যায় থেকে নানা অনৈতিক সুপারিশ করা হয় যা দুর্নীতির পর্যায়ে পড়ে। এমন আমরা সুপারিশ আমরা চাই না। আমরা সকলেই একটি সুন্দর পৃথিবী চাই। নিজের সন্তানের জন্যে সুন্দর পৃথিবী গড়তে চাই। এজন্যে সর্বপ্রথম নিজেদের দুর্নীতিমুক্ত রাখতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করতে হবে। তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, সনাক-টিআইবি আমাদের ভুলগুলো চিহ্নিত করে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। ফলে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। এতে সেবাগ্রহিতারা খুব সহজেই নিজের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন। দুর্নীতি প্রতিরোধে সবাইকে নিজেদের অবস্থান থেকে সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, সেবাদাতা এবং গ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে সনাক-টিআইবি কাজ করে। আমাদেরকে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, আজকের নূতন শিক্ষাক্রম নিয়ে একটি দল গুজব রটাচ্ছে। আমাদেরকে গুজব প্রতিরোধে সতর্ক হতে হবে, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য এবিএম নজরুল আমিন সাজু, অ্যাড. পলাশ মজুমদার, লীলা মজুমদার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সদর উপজেলা শাখার সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটো, সহ-সভাপতি কবিতা সাহা, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ম্যানেজার মাহমুদা খানম, ইউনিট ম্যানেজার সুরাইয়া আক্তার, জেলা আইনজীবী সমিতির পক্ষে অ্যাডঃ মোঃ আবু কাউছার, ফারিয়া চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, প্রতিনিধি একেএম আসাদুজ্জামানসহ শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, জনপ্রতিনিধি, ইউপি সচিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্য নেতৃবৃন্দ সভায় অংশ নেন। ইয়েস গ্রুপের সদস্যরা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে।