চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী।
আজ সকাল ১১ ঘটিকায় চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। তিনি বলেন সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতীক, এই নৌকা স্বাধীনতা-সার্বভৌমত্ব লাভের প্রতীক, এই নৌকা এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার প্রতীক, এই নৌকা উন্নয়ন-সমৃদ্ধির প্রতীক। আমার দৃঢ় বিশ্বাস, বিগত নির্বাচনের মতো এবারও চাঁদপুরের ৫টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীগণ বিজয়ী হলে জননেত্রী শেখ হাসিনা চাঁদপুরবাসীকে আরো অনেক উন্নয়ন উপহার দিবেন। আসন্ন সরকারের মন্ত্রীসভায় চাঁদপুরের এমপিগণ গুরুত্বপূর্ণ স্থান লাভ করে জেলাবাসীর মুখ উজ্জ্বল করবেন।
প্রিয় চাঁদপুরবাসী, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা চাঁদপুর জেলার ৫টি আসনে যোগ্য, গ্রহণযোগ্য, জনপ্রিয় ও অভিজ্ঞ নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন তথা নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। তাঁরা হলেন : চাঁদপুর-১ আসনে ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, চাঁদপুর-৪ আসনে মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-৫ আসনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। তাঁরা সবাই ইতোমধ্যে স্থানীয়, জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা, দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
তরুণ-যুবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তরুণরা যারা এবার প্রথম ভোটার হয়েছ। আমি একান্তভাবে প্রত্যাশা করছি জীবনের প্রথম ভোট হোক তাদের নৌকায়। কেননা, নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, নৌকায় ভোট দিয়ে আমাদের জীবনমানের উন্নতি হয়েছে, নৌকায় ভোট দিলেই আমরা সুখী-সমৃদ্ধ-উন্নত-স্মার্ট বাংলাদেশ পাবো। স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে এই তরুণরা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম নিয়ে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে তরুণ যুবকদের ।
সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদৎ হোসেন শান্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন,সহ সভাপতি মোঃ সোহেল রুশদিসহ আর প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।