শাহরাস্তিতে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে দেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। বর্তমানে শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে ভিসন ঘোষণা করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে লেখাপড়ার বিকল্প নেই। বর্তমান সরকার বছরের প্রথম দিনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর হাতে বই বিতরণ করছে। শিক্ষার্থীরা যেনো খেলাধুলা ও পড়াশুনায় মনোনিবেশ করে।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণমানুষ উপস্থিত ছিলেন।