চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকা প্রতীকে ভোট চেয়ে দিনভর গনসংযোগ ও প্রচারনা করেছেন নৌকার মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তিনি মঙ্গলবার দিনব্যাপি উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ, কচুয়া উত্তর ইউনিয়নের সিংআড্ডা, নোয়াগাঁও, নাহারা, বরুচর, উজানী, তেতৈয়া, কচুয়া সদর ইউনিয়নের কোমরকাশা, আকানিয়া ও ঘাগড়া এবং কচুয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান আখতার হোসাইন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম টগর, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রাকিবুল হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান, ইউপি সদস্য মজিবুর রহমান, সাইফুল ইসলাম তালুকদার, ফরিদ আহম্মেদ, ইউনিয়ন মৎস্যজীবীলীগের সভাপতি তাপস ঘোষ, সাধারণ সম্পাদক ফয়েজ মিয়াসহ দলীয় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।