কচুয়ায় ২০২৪ সালের প্রথম দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়, তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়, প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয় ও মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনই আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।
এসময় মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার সভাপতি এ্যাড. দেলোয়ার হোসেন পাটওয়ারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মোস্তফা কামাল, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. মাসুদুর রহমান বাবুল, প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, তুলপাই দারাশাহী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক গোলাম ছাদেক, প্রসন্নকাপ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপ, সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গিয়াসউদ্দিন মোল্লা ও প্রধান শিক্ষক সুনিল চন্দ্র বাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।