২০২৪ সালের প্রথম দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলে।
সোমবার সকাল ১২ টায় বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন- রেজওয়ানা চৌধুরী (সহকারী কমিশনার ভূমি)। বিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল ইসলাম প্রধানীয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাজী রুহুল আমিন (উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রোবোটিক্সের এই যুগে আমাদের সন্তানদের শিক্ষা অর্জনের ব্যাপারে আমাদের আরো সচেতন হতে হবে। সরকারের গৃহিত নতুন কারিকুলাম সম্পর্কে ছড়ানো যাবতীয় মিথ্যাচার কে প্রতিহত করে আমাদের সন্তান ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে যেতে হবে। উন্নত বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণমানুষ উপস্থিত ছিলেন।