চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে ঘন কুয়াশার কারণে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের সঙ্গে পণ্যবাহী জাহাজ এমভি মার্কেন্টাইল-৩–এর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় নৌযানের ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় রিনা বেগম নামের এক যাত্রী নিখোঁজ রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে চাঁদপুরের মতলবের এখলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সুন্দরবন-১৬ লঞ্চের যাত্রী মনিরুল বাশার বলেন, রাত সোয়া ৯টায় ঢাকার সদরঘাট থেকে এমভি সুন্দরবন-১৬ লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। এখলাশপুরে আসার পর ঘন কুয়াশার কারণে এমভি মার্কেন্টাইল-৩ পেছন থেকে আঘাত করে। ফলে সুন্দরবন লঞ্চটির একাংশ দুমড়েমুচড়ে যায়। এতে লঞ্চের তলা ফেটে গিয়ে পানি প্রবেশ করতে থাকে। পরে যাত্রীরা নদীর চরে নেমে আশ্রয় নেন।
সংঘর্ষের পর থেকে এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন। এ ছাড়া পলাশ (৩০) নামের এক যাত্রীর পা ভেঙে গেছে। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মার্কেন্টাইল-৩–এর মাস্টার মো. আলম বলেন, ‘কুয়াশার কারণে দুর্ঘটনার শিকার হই। আমাদের জাহাজের ব্যাপক ক্ষতি হয়েছে।’
মোহনপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে রাত থেকে নৌযান দুটির নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিস দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছে। সকাল পর্যন্ত দুটি নৌযানই ঘটনাস্থলে ছিল। তবে সুন্দরবন–১৪ এসে সুন্দরবন-১৬ লঞ্চের যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে ঘন কুয়াশার কারণে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের সঙ্গে পণ্যবাহী জাহাজ এমভি মার্কেন্টাইল-৩–এর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় নৌযানের ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় রিনা বেগম নামের এক যাত্রী নিখোঁজ রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে চাঁদপুরের মতলবের এখলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সুন্দরবন-১৬ লঞ্চের যাত্রী মনিরুল বাশার বলেন, রাত সোয়া ৯টায় ঢাকার সদরঘাট থেকে এমভি সুন্দরবন-১৬ লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। এখলাশপুরে আসার পর ঘন কুয়াশার কারণে এমভি মার্কেন্টাইল-৩ পেছন থেকে আঘাত করে। ফলে সুন্দরবন লঞ্চটির একাংশ দুমড়েমুচড়ে যায়। এতে লঞ্চের তলা ফেটে গিয়ে পানি প্রবেশ করতে থাকে। পরে যাত্রীরা নদীর চরে নেমে আশ্রয় নেন।
সংঘর্ষের পর থেকে এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন। এ ছাড়া পলাশ (৩০) নামের এক যাত্রীর পা ভেঙে গেছে। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মার্কেন্টাইল-৩–এর মাস্টার মো. আলম বলেন, ‘কুয়াশার কারণে দুর্ঘটনার শিকার হই। আমাদের জাহাজের ব্যাপক ক্ষতি হয়েছে।’
মোহনপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে রাত থেকে নৌযান দুটির নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিস দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছে। সকাল পর্যন্ত দুটি নৌযানই ঘটনাস্থলে ছিল। তবে সুন্দরবন–১৪ এসে সুন্দরবন-১৬ লঞ্চের যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়ার কথা রয়েছে।