জাতীয় সংসদ নির্বাচনে চাদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৮৪০১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীক নিয়ে গাজী মাঈনুদ্দীন পেয়েছেন ৩৮১৫৫ ভোট। চাঁদপুর-৫ আসনে মোট ভোটার ২০৩১৮৯ জন। রোববার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে ৬৫টি কেন্দ্রে একযোগ ভোটগ্রহণ শুরু হয়।