জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জীবন কানাই সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহার। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী সায়েরা আক্তার ছোঁয়া এবং গীতা পাঠ করেন একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী জয়শ্রী দেবী মজুমদার। আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন যে, “স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর অভাব প্রতিমূহুর্তে অনুভব করেছে ।
তিনি যখন মুক্ত হয়ে পাকিস্তান থেকে বাংলার মাটিতে আসেন ,সেদিনই সূচিত হয় বাংলাদেশের প্রকৃত বিজয় এবং পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। স্বদেশ প্রত্যাবর্তন আক্ষরিক অর্থেই শুধু প্রত্যাবর্তন ছিল না, সেটি অর্থনৈতিক,রাজনৈতিক ,সাংস্কৃতিক মুক্তিরও অঙ্গীকার ছিল।” তিনি আরও বলেন, “আমি আশাবাদ ব্যক্ত করি নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ভূগোল বিভাগের বিভগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোহসেনা আলম। উক্ত আলোচনা সভায় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।