চাঁদপুর লেখক পরিষদের কুড়ি বছরে পদার্পণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও শাহাদাৎ হোসেন শান্তকে ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর লেখক পরিষদের কুড়ি বছরে পদার্পণ আগামী ৩০ জানুয়ারি। এ উপলক্ষে ১৩ জানুয়ারি, শনিবার বিকা ৩ টা ৩০ মিনিটে শহরস্হ সাহিত্য একাডেমিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খোকন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিভিন্ন মতামত তুলে ধরেন যুগ্ম-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী, সাংগঠনিক সম্পাদক এন কে সুমন পাটওয়ারী, সম্মানিত সদস্য আবদুল গনি, সেমিনার সম্পাদক এম টি ইসলাম তাপু, পাঠাগার সম্পাদক সাইফুল খান রাজিব, প্রকাশনা সম্পাদক পাপ্পু দত্ত, সদস্য ইমরান শাকির।
সভায় ৩০ জানুয়ারি সংগঠনের কুড়ি বছর পদার্পণ উপলক্ষে দেয়াল পত্রিকা, ক্রোড়পত্র প্রকাশসহ আলোচনা ও সাহিত্যপাঠের আয়োজন করা হয়েছে। সভা শেষে চাঁদপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি হওয়ায় কবি ও প্রাবন্ধিক শাহাদাৎ হোসেন শান্তকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।