বাবুরহাট বাজারের মুখে সিএনজি, অটোরিকশা ও জৈনপুর বাসে ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষ হয়েছে। রবিবার বেলা ১১টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করেন।
জানা যায়, চাঁদপুরগামী জৈনপুর এক্সপ্রেস বিপরীত দিক থেকে আসা সিএনজি ও অটোরিকশা এর সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এতে বাসের কিছু না হলেও সিএনজি দুমড়ে মুছড়ে যায় এবং অটোরিকশার সামনের গ্লাস ভেঙে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। দুর্ঘটনায় সিএনজি গাড়িতে থাকা যাত্রীরা মারাত্মক ভাবে আহত হন এবং সিএনজি গাড়ির চালক গাড়ির ভিতরে আটকে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা বহু চেষ্টা করে চালককে বের করে আনতে ব্যার্থ হয়।
এ সময় কলেজ রোডে হাসান গাজীর ওয়ার্কশপের মালিক হাসান গাজী মানবতার ফেরীওয়ালা হিসাবে দ্রুত গ্রীল কাটার মেশিন এনে সিএনজি গাড়ির সামনের অংশ কেটে চালকের শরীরের প্রবেশকরা রড কেটে চাঁদপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান, চালকের অবস্থা আশঙ্কাজনক। এসময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চাঁদপুর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে দ্রুত যানজট মুক্ত করেন এবং দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজিকে আটক করেন।
স্থানীয় জনগণ ও প্রত্যাক্ষর্দী জানান, বাবুরহাট বাজার এলাকাটি খুবই ব্যস্ততম এলাকা। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ছুটি হলে শিক্ষার্থীদের রোড পারাপারের সময় যানজটের সৃষ্টি হয়। অনেকসময় ছোট খাট দুর্ঘটনা ঘটে। এখানে রোড পারাপারের জন্য সড়কে স্প্রীড বেকার অথবা সড়কের উপরে ওভার ব্রীজ জরুরী প্রয়োজন। অথবা এখানে একজন ট্রাফিক পুলিশ দিলে যানজট দূর করনসহ সড়কে দুর্ঘটনা রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নতুবা এখানে যেকোনো সময় বড় দূর্ঘটনা ঘটতে পারে।