চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে কাঠবডি ট্রলারে থাকা ৮৫ মণ (৩৪০০ কেজি) জাটকা জব্দ করেছে জেলা টাস্কফোর্স।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইশানবালা এলাকা থেকে এসব জাটকা ইলিশ আটক করা হয়েছে। তবে ট্রলারে থাকা কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি জানান, বিকেল ৪টার দিকে চাঁদপুর জেলা সদর থেকে টাস্কফোর্স সদস্যরা এসে মেঘনা নদীতে অভিযানে বের হয়। এর মধ্যে একটি দল মেঘনার মোহনা এলাকায় অভিযান চালায়। অপর দলটি অভিযান চালিয়ে সন্ধ্যায় ঈশানবালা থেকে ট্রলারসহ জাটকাগুলো জব্দ করে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনে নিয়ে আসে।
তিনি আরও বলেন, জাটকা ইলিশগুলো বরিশাল জেলার হিজলা থানা থেকে ইশানবালার দিকে যাচ্ছিল। এগুলো উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড স্টেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান।
এর আগে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনা মোহনা এলাকায় জেলা টাস্কফোর্সের অভিযানে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। রাতেই জব্দ জাটকা এতিমখানায় বিতরণ ও জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।