আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন গণসংযোগ করেছেন।
চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার সহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে
অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, আমার রাজনৈতিক বিগত দিনের সকল কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়ে নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, চাঁদপুর সদর উপজেলার প্রতিটি নেতা কর্মীকে সাথে নিয়ে উপজেলা বাসির সেবা করে করতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে এবং দলের সন্মান অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ।
গণসংযোগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।