চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর তীর ঘেঁষে চার লেনের রিভার ড্রাইভ সড়ক নির্মাণে পরিকল্পনার কথা জানান হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপির দিকনির্দেশনায় আমরা হাইমচরকে সারা বাংলাদেশে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের হাইমচরের বুক চিরে যে মেঘনা নদী প্রবাহিত হচ্ছে, তার তীর ঘেঁষে চার লেনের রিভার ড্রাইভ সড়ক করা হবে। এতে হাইমচরবাসীর যাতায়াত ব্যবস্থায় যুগান্তকারী বিপ্লব সাধিত হবে এবং হাইমচরে পর্যটন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে। দেশ এবং দেশের বাহিরের পর্যটকরা এই সৌন্দর্য উপভোগ করতে আসবে। এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। আমি চাঁদপুর জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করেছি। জেলা প্রশাসক মহোদয় বিষয়টি গুরুত্ব দিয়ে সড়ক বিভাগকে নির্দেশনা দিয়েছে ডিপিপি তৈরী করার জন্য।
আশা করি দ্রুতই আপনারা ইতিবাচক ফলাফল দেখতে পাবেন।
তিনি আরও বলেন, ডা.দিপু মনির আন্তরিকতায় ডেলের বাজার থেকে চরভৈরবী রাস্তা হয়েছে। এতে হাইমচরের মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে এই রাস্তাটি এবং আলগী বাজারের আশাপাশের প্রতিটি রাস্তার দুপাশে ফুলের বাগান করবো। এতে এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ফুলের সুবাতাসে হাইমচরবাসী এবং পর্যটকদের মন সতেজ থাকবে।
তিনি বলেন, আমরা বৃহত্তর পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আপনাদের যদি হাইমচরের উন্নয়নে ভালো পরিকল্পনা থাকে আমার সাথে শেয়ার করতে পারেন।
হাইমচর প্রেসক্লাব নিজস্ব কার্যালয়ে চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় প্রেসক্লাবের ২যুগ পূর্তিতে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো: ইয়াসিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এম এ বাশার।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য মো: নুরুল ইসলাম, মো: গোফরান হোসেন, সিনিয়র সদস্য খন্দকার আবুল কালাম, প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি আঃ রহমান, সহ সভাপতি বিএম ইসমাইল, সহ মুনচুর পাটওয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ আলম রিয়াদ, অর্থ সম্পাদক মামুন মিয়াজী,প্রচার সম্পাদক মোঃ শাহ আলম মিজি, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশীদ, ক্রীড়া সম্পাদক কবির কোতয়াল, মহিলা সম্পাদিকা নির্বাচিত হয়েছেন তাসলিমা জাহান পপি, সমাজকল্যাণ সম্পাদক মোতাহার হোসেন, সাহিত্য সম্পাদক খন্দকার মো: সবুজ, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, গাজী মো: সুজন, নাজমুল আলম পলাশ, মোশাররফ হোসেন নয়ন, মো: শরিফ, আলমগীর পাটওয়ারী, হোসেন গাজী, রফিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।