মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে হযরত মাও. আরিফ উল্যাহ (রা.) ও আল্লামা কুদরত উল্যাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারী) বিকেলে ছোটহলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কম্বল তুলে দেন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ।
বিতরণকালে দেলোয়ার হোসেন দানেশ বলেন, মানুষ মানুষের জন্য। কাজেই আমাদের সবার দায়বদ্ধতা আছে। রাজনীতিবিদ, শিক্ষকসহ সবাইকে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করলে তাহলে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সোনার বাংলা গড়ে তুলতে পারবো। মানবতার কল্যাণে কাজ করা ইবাদতের একটি অংশ। যারা নিস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করেন তারা কখনই নিজের দিকে তাকান না। মানুষের কল্যানই যেন তাদের কাছে ব্রত হয়ে দাঁড়ায়। আমাদের উচিৎ এই সকল মানুষকে উৎসাহ প্রদান করা।
তিনি বলেন, মাও. আরিফ উল্যাহ (রা.) ও আল্লামা কুদরত উল্যাহ (রা.) ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই মানুষের সেবায় কাজ করে আসছে। এর আগেও করোনা মহামারিতে, শিক্ষাবৃত্তি, শীতার্ত মানুষের পাশে উষ্ণতা নিয়ে হাজির হয়েছে এই ফাউন্ডেশন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে শীতবস্ত্রের অভাবে কাউকে কষ্ট ভোগ করতে হবে না। তারই পথ অনুসরণ করে শীতের কম্বল বিতরণ করছি এবং তা অব্যাহত থাকবে। দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল এ ব্যাপারে কারো পরীক্ষা নেয়ার অবকাশ নেই।
বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জি. নূর মোহাম্মদ বলেন, সেবার মাধ্যমে আমাদের প্রজন্মকে আমরা শেখাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে আমাদের ফাউন্ডেশন। আর আমাদের এই সেবাগুলো মানুষের কল্যাণের জন্য অব্যাহত থাকবে।
ইঞ্জি. ইব্রাহিম মিয়া সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম আশিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জি. নূর মোহাম্মদ ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, সমাজসেবক ফখরুল ইসলাম সরকার, আলী আকবর, মো. মুছা সরকার প্রমুখ। সভার শুরুতে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন মাওলানা আহম্মাদ উল্ল্যাহ।