কচুয়া উপজেলার বাইছারা গ্রামে প্রবাসীর স্ত্রী রাবেয়া আক্তার (৩১) নামের তিন সন্তানের এক জননীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাবেয়া বেগম একই উপজেলা খিলমেহের গ্রামের সেকান্তর মিয়ার মেয়ে। বৃহস্পতিবার সকালে ওই প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করেছে পুলিশ।
নিহতের বাবা সেকান্তর মিয়া তার মেয়েকে শ্বশুর পক্ষের পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সুকৌশলে গৃহের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে বলে দাবী করেন। তার স্বামী কুয়েত প্রবাসী এরশাদুল হকও একই দাবী করে বলেন, কেউ তার স্ত্রীকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তিনি এ হত্যার সাথে জড়িতদের খুজেঁ বের করে শাস্তির দাবী জানান।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পরবর্তী রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।