কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক গনেশ চন্দ্র ধরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাচার ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মো. মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য সোহেল মাহমুদ,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মকবুল হোসেন,কাউছার আহমেদ,লিটন তালুকদার,বাবুল ভূঁইয়া প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।