চাঁদপুর পৌর এলাকার ১৪ নং ওয়ার্ড থেকে কয়েকটি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় কল্যাণপুর ইউনিয়ন পরিষদের নিকট গাড়ীসহ আটক করা হয়।
জানা যায় বুধবার সকালে ১৪ নং ওয়ার্ডের ডেফোডিল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তার পার থেকে এই গাছ গুলো কর্তন করা হয়।
পরে গাছগুলি নিয়ে যাওয়ার সময় কল্যানপুর ইউনিয়নের চেয়ারম্যান রনি পাটোয়ারী কে এলাকার লোকজন বিষয়টি অবহিত করেন, তিনি তাৎক্ষণিক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।
তার নির্দেশেই পরবর্তিতে কল্যাণপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মিশুদেব নাথ গাছের ৪ টি খারিসহ পিকাপটি আটক করে।
এবিষয়ে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর খাইরুল ইসলাম নয়নের সাথে আলাপকালে তিনি জানান পৌর কতৃপক্ষের নির্দেশেই ঠিকাদারগন এই গাছগুলো কেটেছে।
কল্যাণপুর ইউনিয়নের ভুমি কর্মকর্তার সাথে আলাপকালে তিনি জানান, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই গাছ গুলো আটক করি, কারন আমাদের কাছে অভিযোগ রয়েছে সঠিক কাগজপত্র ছাড়াই এই গাছগুলো কাটা হয়েছে তাই উপরের নির্দেশে গাছগুলো আটক করি।এবং তাদের কে
প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর জন্য বলি,কিন্তু এখন পর্যন্ত তারা কোন সঠিক কাগজপত্র দেখাতে পারেনি।পরবর্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এলাকাবাসীর অভিযোগ এলাকার একটি চক্র নাম কায়স্তে একটি কাগজ করে এই সকল গাছগুলো ক্রমান্বয়ে কর্তন করে নিয়ে যায়।এভাবে পৌরসভার লক্ষ লক্ষ টাকার গাছ তসরুফ হোক আমরা তা চাইনা,তাই বিষয়টি সঠিকভাবে নজরদারি করার জন্য মেয়র মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।