চাঁদপুর শহরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান গনি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য নকিবুল ইসলাম চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । উল্লেখ্য এই বিদ্যালয় থেকে এবছর মোট -১৮৩ জন পরিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে।