অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠানের শুরুতে শিক্ষকগণ নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেন। এরপর ক্ষুদে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অবিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইভি হীরা সরকার। এসময় তিনি বলেন, আজকের এ বরণ অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ভাল লাগার অনুষ্ঠান। তোমাদের অনেকেরই মিশন স্কুলে ভর্তির মধ্যদিয়ে শিক্ষা জীবন শুরু হলো। তোমরা নিয়মিত স্কুলে আসবে, স্কুলের সকল নিয়ম ও নির্দেশাবলী মেনে চলবে। প্রতিদিন নির্ধারিত স্কুল ইউনিফরম পড়ে স্কুলে আসবে। নিজের ক্লাশ রুম সবসময় পরিচ্ছন্ন রাখবে। অবিভাবকদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক বলেন, প্রতিদিন এসমনব্লির পূর্বে আপনারা আপনাদের ছেলে মেয়েকে স্কুলে আনবে। ছুটির সময় আপানের জানা রয়েছে তাইছেুটির পূর্বেই স্কুলে আশার চেষ্টা করবেন, তা না হলে ক্লাশ শেষ হয়ে গেলে বাচ্চাদের ধৈর্যচূতি ঘটে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের উপদেষ্টা সিন্ডি মায়ার
ও সহকারী প্রধান শিক্ষক সীমা গাইন।
এসময় রোজলিন দেউড়ি, তপতি ভৌমিক, কোয়েল বাইন, সিলভিয়া মন্ডল, সবিতা দেউরি, শাওন সাথী মজুমদার, কনিকা রানী দাস, রত্না মিশ্র, মুক্তি দাম, ফৌজিয়া হোরসন, ঝুনা দেবনাথ, মেরী বালা, আসমা আক্তার, প্রদ্যুতি দেসহ স্কুলের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।