১০ ফেব্রুয়ারী শনিবার সকালে মডেল স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাইমচর মডেল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার মোঃ মকবুল আহমেদ গাজীর সভাপতিত্বে ও হাইমচর মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইতুল রফিক জামে মসজিদ ও আল হেরা- মডেল মাদরাসার সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আসাদুজ্জামান দেওয়ান, বিশিষ্ট সমাজ সেবক মোক্তার আহমেদ, জজকোর্টের আইনজীবী বেনী আমিন সুমন,
শাহাবুদ্দিন টিটু, হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক
তাজুল ইসলাম, মোঃ সুলতানা ডালি, নুর মোহাম্মদ গাজী, নাছির উদ্দীন, রফিকুল ইসলাম, মোঃ নেছার আহমদ আখন, আঃ গফুর মিজি, আক্তার হাওলাদার, পরিচালক ওবায়দুল্লা সহ শিক্ষক,অবিভাবক ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় হাইমচর মডেল স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ্ব রফিকুল ইসলাম রনি সকল ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে হবে।