কচুয়ায় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিকল্পে প্রচারনা বিষয়ক মাসবব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কচুয়া থানা পুলিশের ব্যতিক্রমী আয়োজনে মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ওসি মোহাম্মদ মিজানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল মান্নান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সাচার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুরুল আমিন,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মিঞা মো. নিজাম,এসআই মো. মাহদী হাসান,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,বীর মুক্তিযোদ্ধা শাহ আলম পাটওয়ারী,ব্যবসায়ী মিঞা মো. মিজানুর রহমান,ডা. গিয়াস উদ্দিন সরকার,রুবেল বেপারী ও অভিভাবক সদস্য শাহীন পাটওয়ারী প্রমুখ। এসময় তাৎক্ষনিক ওই সচেতনতামূলক সভায় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারায় তানজিম,হালিমা ও মীম নামের ৩জন শিক্ষার্থীকে ওসির পক্ষে থেকে পুরস্কৃত করা হয়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি বিভিন্ন স্থানে চাকরি করেছি, কিন্তু কচুয়া থানায় যোগদানের পর এ অঞ্চলে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তাই আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন স্থানে সভা করছি। আশা করছি এ সচেতনতা সভার মাধ্যমে বিভিন্ন স্থানে আত্মহত্যাসহ সামাজিক কর্মকান্ড কমে আসবে।