শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের জন্য একতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন চাঁদপুরের কৃতিসন্তান, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি। বুধবার ১৪ ফেব্রুয়ারি দুপুরের দিকে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
ড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও একতারা ফাউন্ডেশনের মহাসচিব নাসিমুল ইসলাম নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিথি লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল। বক্তব্য রাখেন একতারা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রবিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আফিয়া কনক ও একতারা শিল্পী সংঘের যুগ্ন সাধারণ সম্পাদক সাহানারা পারভিন।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে ৪ গুণী ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুমাজ্জল হোসেন রুবেল, পুলিশ উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, কবি নুরুন্নাহার মুন্নি ও নারী উদ্যোক্তা হাসনা হেনা।
অনুষ্ঠানে দৈনিক আলোকিত সকালের নির্বাহী সম্পাদক কাজল খান ও অতিথি লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।