চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র মহামায়া বাজার। অব্যবস্থাপনাময় এই বাজারটিতে দীর্ঘদিন যাবত বিভিন্ন সমস্যা নিয়ে চলছে বাণিজ্যিক কার্যক্রম। এ নিয়ে গত সপ্তাহে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে চাঁদপুর জেলা ও সদর উপজেলা প্রশাসনের নজর কাড়লে গত ১৩ ফেব্রুয়ারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ। এসময় বাজারের সকল ব্যবসায়ীকে ফুটপাত দখলমুক্ত করতে এক সপ্তাহের নির্দেশ প্রদান করেন তিনি।
সেই আলোকে রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে মহামায়া বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পদাধিকার বলে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীর সভাপতিত্বে এবং ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন এর পরিচালনায় বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, বাজার ব্যবসায়ী আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন দুলু, সোহরাব হোসেন কুসুম, হানিফ মিজি, মাসুদ হোসেন বেপারী, ইউপি সদস্য শাহাদাত হোসেন, কবির হোসেন রনি, ইজারাদার আরিফুল ইসলাম তুষার, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন রানা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ, গণমাধ্যমকর্মী মোঃ মাসুদ হোসেন প্রমূখ।
পরে সকলের সিদ্ধান্তক্রমে ইউপি চেয়ারম্যান সহ উপস্থিত নেতৃবৃন্দ বাজারের প্রতিটি গলি ও ফুটপাতের উপর সকল ব্যবসায়ীকে আগামী ২০ ফেব্রুয়ারী মঙ্গলবারের মধ্যে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন। সেই সাথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মহামায়া বাজারের উপর থেকে সকল অবৈধ স্থাপনা ও অটোরিকশা পার্কিং সরিয়ে নিতে জোড়ালো নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় উল্লেখিত সময়ের মধ্যে বাজারের প্রতিটি গলি ও সড়কের পাশে ফুটপাত দখলমুক্ত না করলে পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার ঐ সকল ব্যবসায়ী কিংবা অটোচালককেই নিতে হবে বলে হুশিয়ারি প্রদান করেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুদুর রহমান নান্টু।
উক্ত সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক সকল হকারকে ফুটপাত ক্লিয়ার রেখে ছোট্ট পরিসবের বসে ব্যবসা করা, মহাসড়কের উপর থেকে সিএনজি-অটোরিকশা স্ব স্ব এলাকার রাস্তার সমূখে রাখার জন্য বলা হয়েছে। এবং বাজারের স্থায়ী ব্যবসায়ীদেরকে ফুটপাত দখলমুক্ত করার জন্যেও বলা হয়। সেই সাথে অনতিবিলম্বে বাজার কমিটি উপহার দিতে ইউপি চেয়ারম্যানের প্রতি জোড় অনুরোধ জানান ব্যবসায়ীরা। এসময় মহামায়া বাজারের ব্যবসায়ী মোঃ ফজলুল হক, মোঃ মনির হোসেন, সুরুজ বেপারী, শামছুল হক মিজি, ইউপি সদস্য হাবিবুর রহমান সহ বাজারের অন্যান্য ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত নির্দেশনাকালে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ সার্বিকভাবে সহযোগিতা করেন। তবে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল ও সকল শ্রেনী পেশার মানুষ।