জাতীয় মেধাতালিকায় ২৩-তম স্থান দখল করে,,,ঢাকা মেডিকেলে চান্স পেলো চাঁদপুরের মেয়ে শোভা।।
দেশের অন্যতম সরকারি ঢাকা মেডিকেলে চান্স পেলো চাঁদপুরের ফরিদগঞ্জ ধানুয়া এলাকার ব্যাংকার মিজানুর রহমানের মেয়ে রুবাইদা রহমান শোভা।
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকার ভিকারুন্নেসা থেকে সে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন । ৯ ফেব্রুয়ারি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ১১ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হয়। এই ফলাফলে শোভা জাতীয় মেধা তালিকায় ২৩-তম স্থান দখল করে উত্তীর্ণ হয়ে সরকারি ঢাকা মেডিকেল কলেজে চান্স পান।
শোভা চাঁদপুরের ফরিদগঞ্জের ধানুয়া এলাকার পাটোয়ারী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্ম গ্রহণ করেন। বাবা মো.মিজানুর রহমান পাটোয়ারী,ঢাকার সিটি ব্যাংক নয়া পল্টন শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, বিজয় নগর শাখায়
দায়িত্বরত।তার মা মরিয়ম আক্তার একজন গৃহিনী ।
শোভার ছোট খালু চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া। ছোট বেলা থেকেই রুবাইদা রহমান (সোভা) সফলতার স্বাক্ষর রেখে আসেছন। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা পিএসসিতে থেকে শুরুকরে জেএসসি,এসএসসি ও এইচ এসএসসিতে গোল্ডেন জিপিএ প্লাস সহ এমনকি বৃত্তি ও পেয়েছেন । শোভা সকলের দোয়া প্রার্থী। সে একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।
উল্লেখ্য, চলতি বছরে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ১লক্ষ ৪ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন ৫ হাজার ৩শত ৮০ জন পরীক্ষার্থী। আর শোভা এতোজনের মধ্যে ২৩ তম হয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করেছেন।