চাঁদপুর জেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ চাঁদপুর জেলায় “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস- ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অত:পর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: ইয়াসির আরাফাত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আহসান কবির, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সাখাওয়াত জামিল সৈকত, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক জনাব নিগার সুলতানাসহ স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট অংশীজন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ জনগণের দোড়গোড়ায় গিয়ে কাজ করে থাকেন। ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার বিভাগকে তথ্য-প্রযুক্তিতে আরো বেশি দক্ষ ও সক্ষম করে গড়ে তুলতে হবে।