পূর্ণাঙ্গ উৎসব বোনাস ও সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলা কমিটির উদ্যোগে পৃথক পৃথকভাবে শিক্ষামন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয় ২৮ ফেব্রুয়ারি বুধবার।
হাজীগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে স্মারলিপি প্রদানকালে উপস্হিত ছিলেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি মাইন উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈনুল হোসেন, অর্থ সম্পাদক আ.ন.ম মাহবুবে এলাহী, কার্যকরী সদস্য বিমল চন্দ্র শীল, মহিউদ্দিন ও রেদওয়ান আহম্মেদ।
এ সময় ইউএনও না থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিএ।
মতলব দক্ষিণে সংগঠনের পক্ষে স্মারকলিপি প্রদান করেন মতলব দক্ষিণ উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলী আক্কাছ, মতলব দক্ষিণ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কে এম ফয়েজুল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় ইউএনওর অনুপস্থিতিতে তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অফিস সহকারী।