ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখার উদ্যোগে আর্থিক অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এবারের কর্মশালায় প্রতিপাদ্য ছিল থাকবে না কেউ পিছিয়ে।আর আলোচ্য বিষয় ছিল,বাংলাদেশ ব্যাংক-২০২৩ সালে ৮ বিভাগীয় শহরের ২৪টি কর্মশালা পরিচালনা বাস্তবায়ন করেছে।
আর এ বছর আমাদের ন্যাশনাল ব্যাংক ৮টি বিভাগীয় শহরের ৬৪টি কর্মশালা পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে।
তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই কর্মশালা।
এ কর্মশালায় ন্যাশনাল ব্যাংকের সার্ভিসের ব্যবহার সম্পর্কে সকল বিষয়ে বিস্তারিত সুবিধা গুলো তুলে ধরেন,ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃইকবাল হোসেন।
তিনি বলেন,
এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের যে কোন হিসাব ফান্ড ট্রান্সফার করা,মোবাইলের মাধ্যমে/যেমন-নগদ-বিকাশ-রকেট এর মাধ্যমে লেনদেন করা হয় চার্য ছারাই। ঘরে বসেই আমাদের ব্যাংকিং সেবা খুব সহযেই করা যায়।ডিজিটাল পদ্ধতিতে ২৪ ঘন্টায় প্রতিদিন সুবিধা রয়েছে এ ব্যাংকে।
ডিজিটাল ব্যাংকিং সেবাটি ব্যবহার করে সময় ও অর্থ বাচানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখা প্রধান এবিপি সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী ) বিকালে ৪টায় নতুন বাজার শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃসিদ্দিকুর রহমান সহ অন্যান্ন অফিসার ও গ্রাহকগন।
শুরুতে কোনার তেলোয়াত করেন বাবুরহাট বাইতুননুর জামে মসজিদ খতিব মাওলানা মোহাম্মদ মোতাহার হোসেন।
এছাড়া ও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের স্বতষ্ফুর্ত অংশগ্রহণে কর্মশালাটি একটি প্রাণবন্ত শিক্ষাযজ্ঞে রূপ নেয়।