আসন্ন চাঁদপুর সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বারাকাত মোঃ রেজওয়ানের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে শাহমাহমুদপুর ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এবিএম রেজওয়ানকে দলীয় সমর্থণ দিতে শাহমাহমুদপুরের সকলে একযোগে কাজ করবেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কামাল হাজীর পরিচালনায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী এবিএম রেজওয়ান, ইউপি চেয়ারম্যান মাসুুদুর রহমান নান্টু পাটওয়ারী,
এ সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজওয়ান বলেন, আপনাদের সেবা করার জন্য আমি জনপ্রতিনিধি হতে চাই। আপনারা সমর্থন নিয়েই উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছি। আবারও আপনাদের সমর্থণ থাকলে আগামী দিতে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবো। দীপু মনির চলার পথ মসৃন করতে আমি দীপু মনির হাতকে শক্তিশালী করতে আমি জনপ্রতিনিধি হতে চাই।
বক্তারা বলেন, দলীয় মনোনয়ন পেতে আমরা একত্রিত হয়ে আমাদের নেত্রী সফল পররাষ্ট্রমন্ত্র, শিক্ষামন্ত্রী ও বর্তমানে সমাজক্যাণ সম্পাদক ডা. দীপু মনি আপার কাছে আহবান জানাবো। রেজওয়ান রামপুর ইউনিয়নের কৃতিসন্তান, তাই আমরা এ ইউনিয়ন থেকে রেজওয়ানকে ভাইচ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে চাই। এ ইউনিয়ন থেকে উপজেলা পরিষদে কখনো চেয়ারম্য ও ভাইচ চেয়ারম্যান হয়নি, এবার রেজওয়ান হোক এটাই আমাদের প্রত্যাশা।
সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সবুজ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সিমুল হাসান সাবনু, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক বেপারী, ওয়ার্ড মেম্বার সোহাগ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে তিনি নেতাকর্মীকে সাথে নিয়ে মহামায়া বাজারে ব্যবাসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।