অভিভাবকরা এক একটি শিক্ষাপ্রতিষ্ঠান
—পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল
চাঁদপুরে পৌর ১৩নং ওয়ার্ডের ৫২নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। কারণ একটা সময় আমাদের এই শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দিবে।
পৌর মেয়র বলেন, পড়ালেখার পাশাপাশি শিশুদের নীতি নৈতিকতা গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। প্রতিটি শিশুর শিক্ষা অর্জনের প্রথম ধাপ তার অভিভাবক। শিশুরা তার পরিবার থেকে কোন জিনিটটি খারাপ আর কোন জিনিসটি ভালো তা শিখতে শুরু করে। অভিভাবকরা যদি তার সামনে মিথ্যা কথা বলে ওই শিশুটি সেটি রপ্ত করে। বড়দেরকে শ্রদ্ধা করতে শিখতে হবে এবং তা অভিভাবকদের মাধ্যমে সে শিখতে পারবে। তাই অভিভাবকরা এক একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
৫২নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন গাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ ফারুক খান, অভিভাবক পর্ষদের সহ-সভাপতি সালাউদ্দিন কাজী সুমন, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাসেম গাজী, বিশিষ্ট ব্যাংকার হাসান সিদ্দিকী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ ইয়াসিন খান, নাজমা আক্তার, রুবানা ইসলাম, বূন্যা পোদ্দার, তৈয়বুন্নেছা, মরিয়ম বেগম, লায়লা নূর আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।