উৎসব মুখর পরিবেশে উপজেলা প্রেসক্লাব হাইমচরের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৩ সদস্য বিশিষ্ট এ নয়া কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা পরিষদের অন্যতম সদস্য মো. মাজহারুল ইসলাম সফিক।
শনিবার (২ মার্চ)সকাল ১১ টায় অনুষ্ঠিত অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপুর পরিচালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য মাজহারুল ইসলাম সফিক, প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য জাহাঙ্গীর শিকদার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা পরিষদ সদস্য ও কার্যকরী কমিটির নির্বাহী সদস্য জিএম ফজলুর রহমান, কার্যকরী কমিটির সহ সভাপতি মহাসিন মিয়া, শরীফ হোসেন।
এসময় বক্তারা বলেন, হাইমচরবাসীর চাওয়া পাওয়া পুরনে প্রেসক্লাবের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। কোন বিশেষ ব্যক্তি থেকে শুরু করে কারও কোন দালালী কিংবা চাটুকারিতা করা থেকে নিজেদেরকে সরিয়ে রেখে ব্যক্তিত্ব রক্ষা করতে হবে। প্রেসক্লাব শুধু তাদের লেখার মধ্যেই সীমাবদ্ধ থাকলেই হবে না। সমাজের অসহায় বিপদে পরা মানুষগুলোর পাশে দাড়াতে হবে। চারোদিকের পরিবেশ সাংবাদিকদের ভাল চোখে দেখে না। যার কারন সাংবাদিকদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে এক দলীয় হয়ে যাওয়া। আমরা করো বদনাম করবো না। নিজেরা নিজেদের জায়গায় সৎথাকলে মানুষ এমনিতেই মূল্যায়ন করবে। যার যেমন কর্ম তারা তার কর্মের ফল ভোগ করবেই। প্রেসক্লাবের সম্মান এ নয়া কমিটিকেই ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন, কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. ফারুকুল ইসলাম, সহ সভাপতি মহসিন মিয়া, শরীফ হোসেন, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক শরীফ মো. মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক সবুজ হোসাইন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সোলাইমান আহমেদ, নির্বাহী সদস্য জিএম ফজলুর রহমান, সাজ্জাদ হোসেন রনি প্রমুখ।