চাঁদপুরের শাহরাস্তি নূরানী কিন্ডারগার্ডেনের বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২মার্চ শনিবার সকালে শাহারাস্তি নূরানী কিন্ডারগার্ডেন মিলন আয়তনে এই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নূরানী কিন্ডারগার্টেনের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহীদ উল্লাহ নিয়াজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ হাবিবুল হক মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কুদ্দুস রানা, সহকারী শিক্ষক মোঃ মারুফ বিল্ল্যাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন মিয়াজী, হাজী মোঃ একরামুল হক পাটোয়ারী, মাওলানা খলিলুর রহমান, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আজিজুর রহমান, মোঃ আব্দুল কাইয়ুম রিপন প্রমুখ। উপস্থিত ছিলেন সকল শিক্ষক, অভিভাবক শিক্ষার্থী
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন শাহরাস্তি নূরানী কিন্ডারগার্ডেনে বাংলা, ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষায় অনেক এগিয়ে আছে। এখানকার এই কচিকাঁচা শিশু শিক্ষার্থীদেরকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বাংলা, ইংরেজি জ্ঞান শিক্ষার পাশাপাশি নূরানী শিক্ষা দিয়ে আসছেন। এতে এই ধর্মীয় শিক্ষা এখান থেকে শিক্ষার্থীরা অর্জন করে যাচ্ছে। বিগত দিনে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এই নূরানী কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীদের ব্যাপক সফলতা এবং শতভাগ পাস অর্জন করেছেন এই গুণগত শিক্ষার মান যেন অব্যাহত থাকে।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্ড বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।