কচুয়া উপজেলার হারিচাইল গ্রামে মাকসুদা হক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার ৪র্থ বারের মতো ওই ফাউন্ডেশনের বর্নাঢ্য আয়োজনে হারিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঘর নির্মানে আর্থিক সহায়তা, সেলাই মেশিন বিতরণ, বৃত্তি প্রদান,রক্তদান কর্মসূচি রক্তের গ্রুপ নির্নয় সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল কাদেরের সভাপতিত্বে¡ ও হারিচাইল আদর্শ শিক্ষা কল্যান সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব ও যুবক কমিশনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ গোফরানুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা অন্ধ কল্যান সমিতির সাধারন সম্পাদক ও নির্বাহী প্রধান ডা. একেএম আব্দুস সেলিম,ইউপি চেয়ারম্যান কবির হোসেন, পেইজ সংস্থার কুমিল্লা অঞ্চলের প্রধান নির্বাহী প্রফেসর মো. ইউসুফ, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম,হারিচাইল আদর্শ শিক্ষা কল্যান সংস্থার সাধারন সম্পাদক ও ফ্রি মেডিকেল ক্যাম্পের সদস্য সচিব আবু আব্দুল্লাহ ,হারিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,নগদ অর্থ সহায়তা ও ক্রেস্ট প্রদান করা হয়।