আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক রাকিবুল হাসানকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়েছে। রবিবার কচুয়া পৌর কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের নির্দেশনা মোতাবেক যুবলীগের প্রাথমিক সদস্য পদ নবায়ন সংক্রান্ত উপজেলা যুবলীগের বিশেষ মতবিনিময় সভায় ড. সেলিম মাহমুদ এমপির পরামর্শক্রমে তাকে এ পদে সমর্থন দেয়া হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ্পরান, সাংগঠনিক সম্পাদক সেলিম কবীর, নজরুল ইসলাম রাজু, অনুপ কান্তি দাস টিটু, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সমর্থন প্রাপ্ত প্রার্থী সাংবাদিক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক মাইন উদ্দিন আহমেদ সবুজ, উপজেলা যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক নিমাই সরকার, সদস্য মো. শাহ্ আলম প্রধান, বাবুল ভূঁইয়া, সাচার ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন তালুকদার, পাথৈর ইউনিয়ন যুবলীগের আহবায়ক চান মিয়া মেম্বার, বিতারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইসমাইল ভূঁইয়া, যুগ্ন আহবায়ক মিঞা মো. নিজাম, ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আজাদ হোসেন, যুগ্ন আহবায়ক রাসেল আহমেদ ইমন, কচুয়া উত্তর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম মেম্বার, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, কাদলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক সফি উল্লাহ সফি, ১১নং ইউনিয়ন যুবলীগের আহবায়ক মিজানুর রহমান নয়ন ও ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন যুগলীগের আহবায়ক শিপন মিয়া প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মী ও সমর্থনবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ভেদাভেদ ভুলে দলের স্বার্থে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক রাকিবুল হাসানের পক্ষে এক ও অভিন্ন হয়ে কাজ করার জন্য নেতাকর্মীরা প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। এসময় কচুয়ার অভিভাবক ড. সেলিম মাহমুদ এমপির পরামর্শে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পৌর মেয়র ও যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন সাংবাদিক রাকিবুল হাসানকে সকলের উদ্দেশ্যে সমর্থন জানিয়ে পরিচয় করিয়ে দেন।